Islamic Group

আসসালামু আলাইকুম!----------------------------------------+------...--⚔⚖Islamic Group ⚖⚔আমাদের সকলের কল্যানকর গ্রুপ এর পক্ষ থেকে সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।·এই গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে, সত্য ও সুন্দর সকল কিছু সবার সামনে তুলে ধরা, মানুষকে সত্যটা জানানো…আর এটি বাস্তবায়নে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন ।·আপনারা যারা গ্রুপে নিয়মিত পোস্ট করতে ইচ্ছুক, আমরা শর্ত সাপেক্ষে আপনাদের MODERATOR করে দেব, যাতে আপনারা গ্রুপে ভালো পোস্ট ও ভালো কাজের অংশীদার হতে পারেন।তবে আমরা শিক্ষণীয় পোস্টকারী ও কওমী আলেমদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি ৷·MODERATOR হতে যারা ইচ্ছুক, নিম্নেউল্লেখিত নিয়মগুলো জেনে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিন..!!·

এবার গ্রুপের কিছু নিয়ম নীতি আসুন জেনে নেওয়া যাক ৷গ্রুপে পোস্ট করার জন্য আপনাদের কিছুকরণীয় ও কিছু বর্জণীয় বিষয় গুরুত্বের সঙ্গে মেনে চলতে হবে ৷·করণীয়:

✔- পোস্টে কিছু ইসলামি লেখা ও একটি পিকচার সহ পোস্ট করলে ভালো হয় ।

✔- নিয়মিত প্রতিদিন কয়েকটি পোস্ট করতে চেষ্টা করতে হবে।

✔- মৌলিক বিষয়ে এবং গঠনমূলক বিষয়ে লেখার চেষ্টা করতে হবে৷

✔- পোস্টে রেফারেন্স বা সূত্রগুলো উল্লেখ করতে যত্নশীল হতে হবে ৷

✔- মানুষের ইমান বৃদ্ধি করে এবং আমলে আগ্রহ বাড়ে এরকম পোস্ট করতে সচেষ্ট থাকতে হবে।

✔- সত্য প্রচারের স্বার্থে আপনার ফ্রেন্ডদের গ্রুপে এড করুন। এতে আপনার পোস্ট আপনার পরিচিতরাও পড়ার সুযোগ পাবে ৷·বর্জণীয়:

✘- ইসলাম বহির্ভূত সকল পোস্ট, কাউকে খোঁচা দিয়ে পোস্ট বর্জনীয়।

✘- অন্য গ্রুপ, পেইজ বা প্রফাইলের পোস্টগ্রুপে শেয়ার করা যাবে না ৷

✘- কাটা/ ছেড়া/ বিকলাঙ্গ কোন ছবি পোস্ট করে দোয়া করুন বাআমীন বলুন এধরনের পোস্ট করা যাবে না ৷

✘- সকল প্রকার জরিপ পোস্ট নিষেধ। যেমন: কোরআন বড় না টাকা বড় ইত্যাদি।

✘- পিকচারে কোন গ্রুপের লিংক থাকতে পারবে না।

·»»»# নিয়মগুলো অমান্য করা যাবে না ৷ অন্যথা এডমিনগণ কোনো নোটিশ ছাড়াই গ্রুপ থেকে রিমুভ করে দিতে পারবেন ৷

# এডমিনদের জন্য এই সকল নিয়মে শিথিলতা রয়েছে ৷ এ ক্ষেত্রেএডমিনদের দোষারোপ করা যাবে না ৷

·***পোস্ট বিষয়ে কিছু নির্দেশনাআপনি প্রথমে ছোট পোস্ট লিখে গ্রুপেপদচারণা শুরু করুন ৷তারপর ধীরে ধীরে অন্যান্য ভালো লেখকদের অনুকরন করুন।·সর্বাবস্থায় চেষ্টা করুন যে পরের পোস্ট যেন আরও মানসম্মতহয় ৷ এভাবে একসময় নির্দিষ্টবিষয়ে ধারাবাহিক লেখা পোস্ট করতে চেষ্টা করবেন ৷ এভাবে লেখালেখি আপনাকে শুধু লেখক নয় বরং গ্রুপ এডমিন, গ্রুপ সম্পাদক সহ বিভিন্ন পদে কাজ করতে আপনাকে আহবান করবে ৷·আপাতত আপনি পোস্টের আবশ্যকীয় কিছু বিষয় চেক করে এরপর গ্রুপে পোস্ট করুন ৷

※ পোস্টে শাব্দিক ত্রুটি থাকলে তা দূর করুন ৷

※ অতি সাধারণ বানানে ভুল থাকলে তা ঠিক করুন ৷

※ অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ ঠিকমত দিয়েছেন কিনা দেখে নিন ৷

※ আপনার পোস্ট যথাযথভাবে সাজানো হয়েছে কিনা লক্ষ্য করুন ৷

※ পোস্টের একটি শিরোনাম দিন এবং পরিশিষ্টে কিছু শিক্ষণীয়অংশ জুড়ে দিন ৷

※ প্রচ্ছদ হিসেবে বিষয়ের সঙ্গে মিল রেখে কোন পিকচার যোগ করুন ৷