Political Science In Feni Govt. College (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

ফেনী সরকারী কলেজের অনেক গুলো বিভাগ এর মধ্যে অন্যতম ৷ এই বিভাগে বর্তমানে ৬৫০ স্টুডেন্ট পড়ালেখা করছে ৷ এখান হতে পড়ালেখা শেষ করে অনেক স্টুডেন্ট বর্তমানে দেশ-বিদেশের নানা পর্যায় কর্মরত আছেন ৷ এদের সবার মাঝে অনলাইনে যোগাযোগ তৈরি করতে আমাদের এই গ্রুপের জন্ম ৷

এই গ্রুপের সকল সদস্য বিশেষ করে যারা নতুন তাদের প্রতি আমাদের পরামর্শ গুলো হল-
১৷ কাউকে চোট করার উদ্দেশ্য কোন কমেন্ট বা পোস্ট না দেয়া৷
৩৷ বাজে কোন জোকস পোস্ট না করা৷
৪৷ মেয়েরা/নারী বা ছেলে/পুরুষ এর বৈশিস্ট্য গত কোন প্রশ্নে পোস্ট না দেয়া৷
৫৷ স্যারদের কোন বিষয়ে খারাফ লাগলে তা গ্রুপে প্রকাশের দুঃসাহস না দেখানো৷
৬৷ ব্যক্তিগত ছবি কম শেয়ার করা৷
৭৷ এ্যাড মি, ওমুক গ্রুপ ওমুক পেইজ এই -সেই এ্যড না দেওয়া৷
৮৷ যত সম্ভব আসল নামের আইডিতে গ্রুপে এ্যাড থাকা৷
৯৷ ক্লাস,পরিক্ষা ইত্যাদি গুরুত্বপুর্ণ্য বিষয় গুলো দায়িত্বের সাথে পোস্ট করা৷
১০৷ অন্য করো ছবি বা বৈশিস্ট্য প্রকাশে তার যেন আপত্তি না থাকে তা মনে রাখা৷
১১৷ যারা নতুন জয়েন করেন এবং পোস্ট করেন ইয়ার বা সেশন উল্লেখ করলে ভাল হয়৷
-Achib haider