Ctg job news

কেউ যদি মনে করেন এই গুরুপ এ ঢুকলে চাকরি পাবেন তাহলে গুরুপ থেকে ব...িদায় নিতে পারেন। গুরুপটা খোলা হয়েছে একজন আরেকজনকে সাহায্য করার জন্য। এখানে কেউ ব্যক্তিগত পোস্ট, রাজনৈতিক পোস্ট, গুরুপ এর সাথে যায় না এমন পোস্ট দিবেন না। আর কেউ ভুয়া পোস্ট দিয়ে মানুষ কে বিভ্রান্ত করবেন না। এর জন্য কঠোর বেবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।

►►গ্রুপ থেকে ব্যান হওয়ার সহজ উপায়ঃ⃝◄◄

১) কেউ যেন পেজ/গ্রুপের অ্যাড অথবা টাকা পয়সা উপার্জনের কোন সাইট/কোম্পানির এর লিঙ্ক শেয়ার করবেন না।

২) CTG JOB NEWS এর প্রয়োজন অথবা চাওয়া বাদে কোনো লিঙ্ক দেয়া যাবে না। ধর্মীয় পোস্ট বা অহেতুক স্পাম পোস্ট করবেন না।

৩) খোচা খোচি মার্কা কমেন্ট/পোষ্ট দেয়া যাবে না। যেমনঃ আজে বাজে (18+) এর পোষ্ট।।

৪) এডমিন কে নিয়ে আজেবাজে কথা বলবেন না।

৫) ভালো না লাগলে গ্রুপ লিভ করুন , খারাপ ভাষা ব্যবহার করবেন না ।।

"এই ৫টি রুলস ভাঙ্গলে বিনা নোটিশে সেই মেম্বারকে ব্যান করা হবে।।"

**এছাড়া যেকোনো ঝামেলা শুরু হলে অ্যাডমিনদের অবগত করুন।।