Engaged To Movie

“এংগেজড টু মুভি” হ্যা নাম শুনেই বুঝে ফেলেছেন মুভি নিয়েই আমাদের গ্রুপ। হবে মুভি নিয়ে আলাপ আলোচনা আর যুক্তি তর্ক আর পর্যালোচনা। কেন ভাল লাগল মুভিটি? কেন খারাপ? এই যায়গা হয়ত আরো ভাল হতে পারত, না শেষটা যুতসই লাগল না, হবে মুভি সাজেশন, ডাউনলোড লিঙ্ক সংক্রান্ত হেল্প, থাকবে লেটেস্ট মুভি ট্রেইলার আরও কতকিছু।

আর এতসব নিয়েই আমাদের এই মুভি গ্রুপ। আপনারা জানেন যে ফেসবুকে মুভি সম্পর্কিত অনেক গ্রুপ ই আছে তাই এই গ্রুপটি অন্যান্য গ্রুপ থেকে কিছুটা আলাদা রাখার চেষ্টা করছি।কারণ এখানে কেউ আমরা মুভি এক্সপার্ট না। মুভি দেখা আমাদের পেশা নয়, নেশা। আমরা মুভি দেখি কারণ আমাদের ভাল লাগে। মুভি দেখে আমরা বিনোদিত হই।

আমরা সবাই যার যার মুভি সম্পর্কিত অভিজ্ঞতা এখানে শেয়ার করবো। তাছাড়া মুভি এক্সচেঞ্জের বিষয় তো থাকছেই!! গ্রুপ টি সম্পূর্ণই নতুন গ্রুপ তাই সবার সহযোগিতা একান্ত কাম্য। চেস্টা থাকবে সামনে আরো ভাল কিছু উপহার দিতে।।

গ্রুপের সদস্যদের প্রতি সম্মান রেখে কিছু বিষয় নিচে উল্লেখ করছিঃ

১) অবশ্যই গ্রুপে স্পামিং করলে পোস্ট ডিলেট করে দেয়া হবে। এখানে স্পামিং বলতে বোঝানো হয়েছে কোণ ওয়েব সাইট বা কোণ ফেসবুক পেইজ অথবা কোণ গ্রুপ (সেটা যে কোণ বিষয় সংশ্লিষ্ট হতে পারে ) শেয়ার করাকে।।


২) ওয়ার্নিং দেবার পর একই কাজ আবার করলে চিরদিনের জন্য ব্যান।


৩) গ্রুপের কোণ পোস্ট কোণ সদস্যর নিকট আপত্তিজনক মনে হলে এডমিনদের জানাবে।


৪)কোণ প্রকার উস্কানি মুলক আচরন ও খারাপ ব্যাবহার করে যাবেনা।


৫) ব্যাক্তিগত আক্রমন করা যাবে না।


৬) বাংলা ছবির কোণ ডাউনলোড লিংক দেয়া হয়না। বাংলা ছবি নয় সিডি কিনে দেখুন নতুবা হলে গিয়ে দেখুন এতে আমাদের সিনামে জগত আর্থিক ভাবে লাভবান হবে।।

।।এবং সব শেষে Engaged To Movie গ্রুপে সবাইকে স্বাগতম।।