APK প্রতিদিন

░▒▓ APK প্রতিদিন ▓▒░

"এন্ড্রয়েড," বর্তমান বিশ্বের বহুল আলোচিত আর প্রচলিত একটি অপারেটিং সিস্টেম। সহজলভ্যতা আর সহজ ব্যবহারবিধির কারণে আমাদের দেশেও এটি অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। ধনী-গরীব, ছোট-বড় সবার হাতে হাতে এখন এন্ড্রয়েড চালিত ডিভাইসের ছড়াছড়ি। লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবাই নিজের ডিভাইসটিকে শুধু আকর্ষণীয়ই নয়, করে তুলছে অধিক কার্যক্ষম। হাতে থাকা ডিভাইসটিকে নতুন রূপ দেবার জন্য প্রতিদিন বের হচ্ছে কতোনা অ্যাপ্লিকেশন। আমরা এই গ্রুপের মাধ্যমে চেষ্টা করছি প্রতিদিন আনাচে কানাচে বের হওয়া আর হালনাগাদ হওয়া এইসব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাছে সহজলভ্য করতে। আপনার ডিভাইসটিকে আরও সুন্দর আর কার্যক্ষম করে তুলতে।

আমাদের নামের মাঝেই রয়েছে আমাদের কাজের পরিচয়। APK হলো এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনের এক্সটেনশন, যা প্রতিটি আপ্লিকেশনের সাথেই থাকে আর প্রতিদিন বের হওয়া/হালনাগাদ হওয়া অ্যাপ্লিকেশন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বলেই আমাদের নাম "APK প্রতিদিন"

প্রতিদিন বের হওয়া এত-শত আপ্লিকেশনের খোঁজ রাখাও চাট্টিখানি কথা নয়। লক্ষ লক্ষ আপ্লিকেশনের মধ্যে অনেকগুলি ভালো আপ্লিকেশনের হয়ত খোঁজই অনেকে জানিনা। হয়ত অনেকে ব্যবহার করছি ভালো অ্যাপ্লিকেশন, কিন্তু যে ভার্শনটি ব্যবহার করছি সেটি হয়ে গেছে পুরানো। যার হালনাগাদকৃত সংস্করণে দেয়া হয়েছে আরও অনেক সুবিধা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ চালাচ্ছি আপ্লিকেশনের ফ্রি ভার্শন। যাতে করে অনেক সুবিধা রয়ে যাচ্ছে তাদের অজানাই। এই সকল সমস্যার সমাধান দেবে এই গ্রুপ। নতুন বের হওয়া/আপডেটেড/ফুল ভারশন/ক্র্যাকড/প্যাচড আপ্লিকেশনের খোঁজ দেবার সাথে সাথে আমরা সরবরাহ করবো তাদের ডাউনলোড লিঙ্ক। যার সম্ভাব্য সকল লিঙ্ক ই দেয়া হবে পেইড আপ্লিকেশনের ফ্রি ডাউনলোড লিঙ্ক। আমরা সকলে মিলে এই কাজটি করে বাকিদের কষ্ট লাঘবের চেষ্টা করবো।

মনে রাখবেন, এই গ্রুপ আপনার, আমার, সবার। সবাই এখানে থাকবো পরিবারের মত। পরিবারকে ঠিক রাখতে তার নিয়ম নীতি মেনে চলবো সবাই। কাঁধে কাঁধ রেখে এগিয়ে নিয়ে যাবো এই পরিবারকে সামনের দিকে।