EPS Bangla

EPS Bangla - গ্রুপে ইপিএস (Employment permit system)–এর মাধ্যমে আসা সকল ভাই/বোনদের এবং যারা ইপিএস-এ আসার প্রস্তুতি নিচ্ছেন সে সকল ভাই/বোনদেরও স্বাগতম।
EPS Bangla – গ্রুপের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এই –
১. দক্ষিণ কোরিয়াতে অবস্থিত সকল ইপিএস বাংলাদেশী বা বাংলাদেশে অবস্থিত সকল বাংলাদেশীদের ইপিএস সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করা।
২. ইপিএস-এর বিভিন্ন খুঁটিনাটি আইনের পরামর্শদান এবং ইপিএস-তে কোরিয়াতে কি কি করা সম্ভব (যেমন:ভিসা পরিবর্তন) তার সঠিক পরামর্শদান করা।
৩. ইপিএস-এর সাথে সম্পর্কিত বিশেষ বিশেষ সংবাদগুলো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেয়া।
৪. ইপিএস কর্মীর সাথে মালিকের যে কোন ধরনের সমস্যার সঠিক সমাধান করার পরামর্শ এবং ফ্রি আইনী সহায়তা প্রদান করা।

সর্বপরি EPS Bangla ইপিএস বাংলাদেশী কর্মীদের সাথে সদা সর্বদা পাশে রয়েছে এবং থাকবে। তাই কোন সংকোচ না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন।