চট্টগ্রামের সহজ ক্রয়-বিক্রয় কেন্দ্র
সবার নিরাপত্তার জন্য বলছি, যে কোন কেনা বেচার সময় মনে রাখবেন:
1. অস্বাভাবিক কমদাম কখনোই আনন্দের বিষয় নয়। সে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।
2. কেনা বেচা, প্রডাক্ট দেখানো বা দেখা সবকিছুই পাব্লিক প্লেসে করবেন। শপিং মল সবচেয়ে ভালো। শপিং মলের কোন চিপায় যাবেন না। খোলা জায়গায় থাকবেন।
3. একা যাবেন না। সঙ্গে কাউকে নিয়ে যাবেন।
4. ব্যাবহৃত জিনিসের ডকুমেন্ট নাই থাকতে পারে, বিক্রেতার কাছে আইডি কার্ড, ভিজিটিং কার্ড চেয়ে নিন।
5. বিকাশ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট নিলে অবশ্যই ব্যালেন্স চেক করে দেখবেন।
6. কোন কিছু কেনার আগে অবশ্যই বারবার চেক করে নিবেন। রাতে কোন কিছু না কিনে, দিনে বা উজ্জ্বল আলোতে চেক করে কিনবেন।
7. কখনোই কোন জনকে বাকিতে বিক্রি করবেন না
8. কেউ বুথ থেকে টাকা তুলে দিচ্ছি বললে, আপনি খোলা জায়গায় অপেক্ষা করুন। ক্রেতাকে টাকা তুলে নিয়ে আসতে বলুন। কখনোই টাকা গুনে বুঝে নেবার আগে কখনোই জিনিস হ্যান্ড ওভার করবেন না।
মনে রাখবেন আপনার সাবধানতাই আপনার নিরাপত্তা।