জোকস - টু্ইন্টি ওয়ান প্লাস

জোকস - টুইন্টি ওয়ান প্লাস গ্রুপে আপনাকে স্বাগতম।
আমরা এখানে নেট হতে প্রাপ্ত সকল জোকসগুলো শেয়ার করবো। ২১+ জোকস, নিজ দ্বায়িত্বে পড়ুন।

জোকস - টু্ইন্টি ওয়ান প্লাস গ্রুপে যোগদান করলে ধরে নেওয়া হবে আপনি নিন্মোক্ত নীতিমালাগুলি পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো সদস্যকে অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা গ্রুপের প্রশাসকগণ রাখেন। নিচে শর্তসমুহ উল্লেখ করা হল:

১। শুধুমাত্র ২১ বছর বা তার বেশী হলে আপনি এখানে থাকতে পারবেন।
২। কোন প্রকার Spamming Aps / গ্রুপ বা পেজের লিংক শেয়ারিং বা ব্যক্তিগত সুবিধার জন্য এই গ্রুপ ব্যবহার থেকে বিরত থাকুন।
৩। বাংলা বা ইংরেজী যেকোন ধরনের জোকস শেয়ার করতে পারবেন। তবে, বাংলায় পোষ্ট করার চেষ্টা করবেন।
৪। ‘আগে শুনেছি’, ‘পুরোনো জোকস’, "অমুক যায়গা থেকে এই জোকস কপি করা হয়েছে" ইত্যাদি মন্তব্য থেকে বিরত থাকুন। এখানে আমরা জোকস পোষ্ট করি মজা করার জন্য। জোকস পোষ্টকারী যেন উৎসাহ হারিয়ে না ফেলে এই ধরনের মন্তবয় না ক্রাই শ্রেয়।
৫। ধর্মিয় এবং রাজনৈতিক পোষ্ট করা থেকে বিরত থাকুন । ধর্ম এবং রাজনীতি বিষয়ে আরো অনেক গ্রুপ / পেজ আছে , এ গ্রুপে আমাদেরকে শুধু আনন্দ করতে দিন ।
৬ । চেষ্টা করুন এমন সব কৌতুক পোষ্ট করতে যাতে কোন ব্যাক্তি বা গোষ্ঠি কে অপমানিত করা না হয় ।
৭। গ্রুপের সদস্যদের সন্মান দিয়ে মন্তব্য করবেন , বিশেষ করে মেয়েদের কে হেয় করে পোষ্ট / মন্তব্য করা থেকে বিরত থাকুন । গ্রুপের সদস্যরা সবাই ২১+ তাই আপনাদের কাছ থেকে দায়িত্বপূর্ন আচরন কামনা করি ।

গ্রুপটিতে অনেক এডাল্ট পোষ্ট হয় এবং সে সব পোষ্ট যাতে কারো টাইমলাইনে / ওয়ালে দেখা না যায় তাই গ্রুপটির প্রাইভেসি Close করা ফলে কাউকেই কোন রকম বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় না , কিন্তু সাথে সাথে এর ফলে গ্রুপটির প্রচারনা ও হয় না এবং সদস্য সংখ্যা ও তেমন বাড়ে না তাই গ্রুপটি ভাল লাগলে অবশ্যই আপনারা আপনার প্রিয় বন্ধুদেরকে এই গ্রুপে ইনভাইট করুন ।

পুরানো জোকস খুজতে আমাদের ওয়েবসাইট http://jokes21.com/ -এ ভিজিট করতে পারেন।

ধন্যবাদ।
-জোকস টু্ইন্টি ওয়ান প্লাস